স্টাফ রিপোর্টার, ঢাকা : বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতালের কারণে ফের পেছালো এসএসসি ও সমমানের পরীক্ষা।  আগামীকাল রবিবারের এসএসসি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি আর ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা ৬ মার্চ নির্ধারণ করা হয়েছে।

শনিবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার রাজধানীর হেয়ার রোডের বাসভবনে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা পরিবর্তনের এ ঘোষণা দেন।

অবরোধের মধ্যে রবিবার থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী রবিবার এসএসসিতে রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা/পৌরনীতি, ব্যবসায় উদ্যোগ; দাখিলে সাধারণ গণিত, কারিগরি ও দাখিল কারিগরিতে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (১৯২৮, ৮১২৮) বিষয়ে পরীক্ষা ছিল।

মঙ্গলবার এসএসসিতে ভূগোল ও পরিবেশ/ভূগোল, বাণিজ্যিক ভূগোল; দাখিলে বাংলা (অনিয়মিত পরীক্ষার্থীদের), বাংলা প্রথমপত্র; কারিগরি ও দাখিল কারিগরিতে নতুন সিলেবাসে ট্রেড-১ (দ্বিতীয়পত্র) ও পুরনো সিলেবাসে ট্রেড-১ (দ্বিতীয়পত্র) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

(ওএস/অ/ফেব্রুয়ারি ২১, ২০১৫)