নওগাঁ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্যদিয়ে শনিবার নওগাঁয় মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ।

দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় শহীদ মিনার স্তম্ভে পুস্প অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। এবার নতুন প্রজন্ম কোমলমতি শিশুরা একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের হাতে তৈরী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। প্রভাতে খালি পায়ে হাতে ফুল নিয়ে তারা শহীদ মিনারে ভিড় জমায়। শহরের মুক্তির মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রেসক্লাব, আওয়ামীলীগ, একুশে উদযাপন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পমাল্য অর্পণের মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। একুশে উদযাপন পরিষদ নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয় শহীদ মিনার পাদদেশে ৪দিন ব্যাপি কর্মসূচী পালন করে।

(বিএম/পিবি/ফেব্রুয়ারি ২১,২০১৫)