মদন (নেত্রকোনা) প্রতিনিধি : আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে পুস্পস্তবক অর্পণের সময় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় শনিবার রাতে এন আলম গ্রুপের লালন মিয়া বাদী হয়ে ফজলে এলাহী টুটনকে প্রধান আসামী করে ১২ জনের নামে ৩২৬ ধারা মামলা দায়ের করে।

পরে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে দলপতি আব্দুল হেলিম ভুলু ও টিপু মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনার মামলার আসামী দলপতি আব্দুল হেলিম ভুলু ও টিপুকে গ্রেফতার করে রবিবার সকালে নেত্রকোণা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
(এএএ/পিবি/ফেব্রুয়ারি ২২,২০১৫)