সোনাগাজী  (ফেনী) প্রতিনিধি : ২২ শে ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ ঘটিকার সময় বাংলাদেশ লেভার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে সোনাগাজী উপজেলার কৃষি অফিসের সেমিনার হলে কৃষি শ্রমিকদের জন্য শোভন কাজ বিষয়ক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা লূৎফুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জেড, এম, কামরুল আনাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র জামাল উদ্দিন সেন্টু, আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গবেষণ ড. মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সিরাজুল হক, সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন, সোনাগাজী প্রেসক্লাবের আহবায়ক জসিম উদ্দিন কাঞ্চন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের দ্রুত কৃষি জমি হ্রাস পাচ্ছে। বিপরীতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সারা পৃথিবীতে যেখানে খাদ্য সংকট তীব্রতর হচ্ছে সেখানে আমরা নিজেদেরকে নিরাপদ ভেবে বসে থাকলে চলবে না। শত প্রতিকুলতার মধ্যেও বাংলাদেশের কৃষি ঈর্শানীয় সাফল্য অর্জন করেছে। যার ফলে আমরা খাদ্য ঘাটতি থেকে খাদ্য উদ্বৃত্ত দেশ হিসেবে খাদ্য রপ্তানীতে নাম লিখাতে পেরেছি। এ অর্জন ধরে রাখতে কৃষি শ্রমিকদের জন্য শোভন কাজ নিশ্চিত করার মাধ্যমে কৃষি কাজে আরো সম্পৃক্ততা রাখা ও উদ্বুদ্ধ করা প্রয়োজন।
(এমএ/পিবি/ফেব্রুয়ারি ২২,২০১৫)