নওগাঁ প্রতিনিধি : অজগর সাপ দেখিয়ে ১৪ সদস্যের ২টি পরিবারের জীবিকা নির্বাহ করে আসছে পত্নীতলার শান্তনা ও ঠান্ডু পাগলা। রবিবার জেলার ধামইরহাট উপজেলা চত্বরের সামনে বিভিন্ন দোকানে বিরল প্রজাতির অজগর দেখিয়ে ২ টাকা ৫ টাকা করে নিতে দেখা যায় তাদের।

এ সময় ওই ২জন বলেন, অজগর সাপটি তারা প্রায় ২ বছর ধরে লালন-পালন করে আসছেন। বর্তমানে নওগাঁর জেলার পত্নীতলায় অস্থায়ী ভাবে বসবাস করছেন তারা। ২০ কেজি ওজনের প্রায় ৬ ফুট সাইজের অজগর সাপটি সকালে শান্তনা (২২) কাঁধে নিয়ে দিনভর দোকানে দোকানে টাকা চাইতে দেখা যায়। শান্তনার সঙ্গে থাকা তার সহযোগী ঠান্ডু পাগলা (৫৫) জানান, তাদের আদি বাস নাটোরের সিংড়া উপজেলার মান্তাপাড়া গ্রামে।

প্রতিদিন সাপ দেখিয়ে ৩ থেকে ৫শ’ টাকা আদায় হয়। অজগর কাধে বহন করার দৃশ্য একনজর দেখতে উৎসুক জনতা তাকে ঘিরে ধরে। সেই সঙ্গে শিশুরা তাদের পিছে পিছে দৌড়াতে থাকে। এমন দৃশ্য যেন হ্যামিলনের বংশীবাদককেও হার মানায় ।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ২২, ২০১৫)