স্টাফ রিপোর্টার : একাধিক ফোনালাপ ফাঁস হওয়ার পর জাতীয় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ আজ সোমবার ঢাবি ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি মান্নাকে যেখানেই দেখা যাবে সেখানেই গণধোলাই দেয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ হুমকি দেন।

সারা দেশে বিএনপির ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ মান্নাকে ঢাবির কুলাঙ্গার আখ্যায়িত করে তার সার্টিফিকেট বাজেয়াপ্ত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল কবির রাহাত, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এরশাদুল হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক শেখ রাসেল, ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৫)