নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের লাগানো বিভিন্ন প্রজাতির গাছ প্রতিদিনই দুস্কৃতকারীরা কেটে নিয়ে যাচ্ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে একেবারেই নীরব। তারা যেন দেখেও না দেখার ভান করছে।

জানা গেছে, মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের বিভিন্ন সড়কের গাছ প্রতিদিনই এভাবেই উজার হয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ রবিবার ওই ইউনিয়নের গাহলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের একটি বড় আম গাছ এবং মহালী সড়কের একটি শিশু গাছ এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে জনৈক ভূগোল চন্দ্র বর্মন তার ছেলে সনজিৎ চন্দ্র বর্মন, নৃপেন চন্দ্র বর্মন ওইসব গাছ কেটে নেয়। এ সময় এলাকবাসীর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বরেন্দ্র কর্তৃপক্ষের একজন এসও গাছগুলি উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা বরেন্দ্র কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(বিএম/পিবি/ফেব্রুয়ারি ২৩,২০১৫)