বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধ ভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। আটক জেলেদের সোমবার রাতে মংলা থানায় হস্তান্তরের করার কথা রয়েছে।

মংলা থানা পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় মংলা বন্দর থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর নিয়মিত টহলরত জাহাজ বিএনএস মেঘনা একটি ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেদের আটক করেছে। নৌবাহিনীর বরাত দিয়ে মংলা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহি বলেন, বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নিয়মিত টহল দেয়ার সময় নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশ জলসীমায় অবৈধ ভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ‘এফবি কামিলী কামিনী’ নামক একটি ফিসিং ট্রলারসহ ১৪জন ভারতীয় জেলেকে আটক করে। সোমবার রাতে আটক জেলেদের মংলা থানায় হস্তান্তরের করার কথা রয়েছে। আটক জেলেদের বাড়ী ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানাগেছে।

(একে/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৫)