বাগেরহাট প্রতিনিধি : সবার অংশগ্রহনে র্অথবহ নির্বাচনের দাবিতে বাগেরহাটে ২০দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে পন্ড হয়ে গেছে।

সোমবার দুপুরে বাগেরহাট জেলা বিএনপি’র কার্যালয় থেকে ২০ দলীয় জোটের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে অফিসের সামনে পুলিশ বাঁধা দেয়। পরে মিছিলটি আর সামনে যেতে পারেনি।


এসময় মিছিলে ছিলেন জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট শহিদুল ইসলাম, শ্রমিক দলের পৌর সভাপতি মো. সেলিম ভুইয়া, পৌর মহিলা দলের নেত্রী আসমা আজাদ, এ্যাডভোকেট মনোয়ার হেসেন প্রমুখ।

(একে/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৫)