নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের কাউন্সিল নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর খুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিচ্ছেন নিহতদের পরিবার।

শনিবার সকাল ১০টা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

সাক্ষ্যগ্রহণ শেষে জেলা প্রশাসক আনিসুর রহমান সাংবাদিকদের সামনে ব্রিফিং করবেন বলে জানা গেছে। এর আগে গত ৭ মে হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে ওই তদন্ত কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত ওই কমিটি নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করে। বিকেল সাড়ে ৪টার দিকে কমিটির সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ে যান। সেখান থেকে তারা নিহতদের মৃতদেহ ভেসে ওঠা শীতলক্ষ্যা নদী ও নদীর পাড় পরিদর্শন করেন। এ সময় তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।

সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় র‌্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে গত মঙ্গলবার হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এ কমিটি গঠনের নির্দেশ দেন। সাত কর্মদিবসের মধ্যে তদন্তকাজের অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্টে দাখিল করার কথা কমিটির।

(ওএস/এটি/মে ১০, ২০১৪)