আন্তর্জাতিক ডেস্ক : ভূমি অধিগ্রহণ নিয়ে মোদী সরকারের জারি করা একটি অধ্যাদেশের বিরুদ্ধে প্রতিবাদে করবেন ভারতের আলোচিত সামাজিক আন্দোলনকারী আন্না হাজারে।

রবিবার এনডিটিভির এক সংবাদে বলা হয়, সোমবার থেকে তিনি দিল্লির যন্তর মন্তরে ২ দিনের এক প্রতিবাদের আয়োজন করতে যাচ্ছেন।

এক সাক্ষাৎকারে বিজেপি সরকার ঘোষিত অধ্যাদেশটিকে তিনি কৃষকদের স্বার্থবিরোধী অধ্যাদেশ বলে চিহ্নিত করেছেন। একটি কৃষিপ্রধান দেশের প্রত্যেক মানুষের একত্র হয়ে এই অধ্যাদেশের প্রতিবাদ করা উচিত বলে মনে করেন তিনি।

এ পর্যায়ে তিনি জানিয়েছেন, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছেন তিনি। কেজরিওয়াল ও তার দল যদি আসন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে চান তাহলে তিনি তাদের স্বাগত জানাবেন।

সোমবার কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন আন্না।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২৩, ২০১৫)