আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি আব্দ-রাব্বু মনসুর হাদি তার পদত্যাগ পত্র প্রত্যাহার করে নিয়েছেন। একইসাথে দেশটির নিরাপত্তা উপদেষ্টা ও প্রাদেশিক গভর্নরদের সাথে তার নিজ শহর এডেনে বৈঠক করেছেন।

মঙ্গলবার আল জাজিরা অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

দেশটির এক সংসদ সদস্য বলেন, হাদি তার পদত্যাগ প্রত্যাহারের বিষয়ে সংসদে একটি পত্রও পাঠিয়েছেন।

গত জানুয়ারি থেকে প্রায় এক মাস দেশটির হুথি বিদ্রোহীরা হাদিকে তার কার্যালয়ে বন্দি করে রাখে। আটকাবস্থায় তিনি প্রধানমন্ত্রীর কাছে তার মন্ত্রীসভার সদস্যদের নিয়ে পদত্যাগ পত্র জমা দেন।

গত শনিবার বিদ্রোহীরা তাকে গৃহবন্দী দসা থেকে মুক্তি দেয়। এর পর তিনি নিজ শহরে এডেনে যান।

আরব দেশগুলো হাদির পদত্যাগ পত্র প্রত্যাহারের বিষয়টিকে সমর্থন জানিয়েছে। হাদি ইয়েমেনে তার কর্তৃত্ব পুনরায় ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন বলে জানান আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল।

(ওএস/পিবি/ফেব্রুয়ারি ২৪,২০১৫)