বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা ও  মাদক সমরাজ্ঞীসহ ২ জনকে আটক করেছে। মঙ্গলবার ভোরে ফকিরহাট উপজেলা লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশরে উপ পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় নজরদারী চালায়। ভোরে ফকিরহাট সদরের কাঠালতলা এলাকার অধির চক্রবর্তীর ছেলে র্ফাম্মেসী ব্যবসায়ী চন্দন চক্রবতী ও রোকেয়া বেগম আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। রোকেয়া বেগম জাড়িয়া মাইট কুমরা গ্রামের মাদক সম্রাট আসলাম মোল্লার স্ত্রী। আসলাম মোল্লার মাদক মামলায় ১বছরের সাজা হওয়ায় তার ব্যবসায় জড়িয়ে পড়ে তার স্ত্রী রোকেয়া বেগম। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানায়।
(একে/পিবি/ফেব্রুয়ারি ২৪,২০১৫)