কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার প্রবীন সাংবাদিক আবু ওমর সাথী (৬১) আর নেই। তিনি   মঙ্গলবার ভোর রাতে কুষ্টিয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তার নিজ বাড়ি ভেড়ামারা পৌর এলাকা কাচারি পাড়াস্থ। হৃৎপিন্ড ও মস্তিস্কে রক্ত ক্ষরন জনিত কারণে ইন্তেকাল করেন। তিনি মা, স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী শুভাকাংক্ষী রেখে গেছেন।

আজ বাদ এশা ভেড়ামারা হাই স্কুর মাঠে তার জানাযা শেষে ,ফারাকপুর গোরস্থানে তাকে দাফন করা হবে। সাংবাদিক আবু ওমর সাথী দৈনিক সংগ্রাম পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে র্দীর্ঘসময় দায়িত্বরত ছিলেন। তার মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিকবৃন্দ গভীর সমাবেদনা জ্ঞাপন করেছে।
(কেকে/পিবি/ফেব্রুয়ারি ২৪,২০১৫)