নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে আবারও একটি বিরল প্রজাতির অজগর সাপ আটক করেছে এলাকাবাসী। বর্তমানে সাপটি উপজেলা বনবিট কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে। সাপটিকে এক নজর দেখার জন্য বিট কর্মকর্তার কার্যালয়ে ভিড় করছে উৎসুক জনতা।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার জগৎনগর গ্রামের নলপুকুর এলাকার তালগাছের নিকট একটি অজগর সাপ দেখতে পায় এলাকাবাসী। পরবর্তীতে ওই এলাকার আব্দুল কাদের, রইচ উদ্দিন, আব্দুর রহমান, দুলাল হোসেন ও মইশড় গ্রামের মমতাজ উদ্দিন সাপটিকে কৌশলে ধরে ফেলে। খবর পেয়ে উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক ও উপজেলা প্রকৌশলী আলী হোসেন ঘটনাস্থলে গিয়ে সাপটি তাদের হেফাজতে নিয়ে আসেন। এব্যাপারে উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক বলেন, সাড়ে ৭ফুট লম্বা ও প্রায় ১৬ কেজি ওজনের অজগর সাপটি বর্তমানে তার তত্ত্বাবধানে রয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ- আলোচনা করে সাপটি হস্তান্তর করা হবে। ঔৎসুক জনতা সাপটিকে এক নজর দেখার জন্য বনবিট কর্মকর্তার কার্যালয়ে ভিড় করছে।

উল্লেখ্য, ইতোপূর্বে এ উপজেলার বস্তাবর, মঙ্গলকোঠা, দেবীপুর ও নন্দনপুর গ্রামে একটি করে অজগর সাপ আটক করে এলাকাবাসী।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৫)