আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় একটি মনিহারি স্টোরে এক বন্দুকধারীর গুলিতে ৩ ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমে এ কথা জানানো হয়।

বুধবার বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, রাজধানী সিউল থেকে ১২০ কিলোমিটার দূরবর্তী সেজং শহরে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় ওই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভুক্তভোগী ৩ জনের মধ্যে এক মেয়ে তার সাবেক প্রেমিকা ছিল। পুলিশ পরবর্তীতে নিকটবর্তী শহরে ওই বন্দুকধারীকে মৃত অবস্থায় শনাক্ত করে।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ার ঘটনা বিরল। দেশটিতে শুধু নিরাপত্তারক্ষী বাহিনীই বন্দুক ব্যবহার করতে পারে। তবে শিকারিরাও বন্দুক ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে পুলিশ স্টেশনে জানিয়ে শিকারীদের বন্দুক নিতে হয়। এর আগে ২০১৪ সালে উত্তর কোরিয়া সীমান্তে এক বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছিল।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২৫, ২০১৫)