রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপরের রায়পুর পাইলট সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শিশুদের গণতন্ত্র মনস্ক করে গড়ে তোলা, উপস্থিত বুদ্ধি সৃষ্টি, সৃজনশীলতা, নেতৃত্ব বিকাশের ক্ষেত্র তৈরির চর্চাসহ ঝরেপড়া রোধের লক্ষ্যে এক বছরমেয়াদি কাউন্সিল গঠনের জন্য তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলে সাতজন নেতা নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আলম ভোটানুষ্ঠান দেখতে এসে সন্তোষ প্রকাশ করেন।

প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন,স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন উপলক্ষে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল ব্যাপক। উৎসবমুখর পরিবেশে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সহকারী শিক্ষক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যরা উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রমে ছাত্রছাত্রীদের সহায়তা করেন।
(পিকেআর/পিবি/ফেব্রুয়ারি ২৫,২০১৫)