গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের বুধবার সকালে ধর্মা গ্রামে  নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে নারী নির্যাতন, বাল্য বিবাহ রোধ ও যৌতুক বিরোধী সমাজ সচেতনতামূলক  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। ধর্মা গ্রাম ও আশেপাশের গ্রামের শত শত নারী পুরুষ শিশু বৃদ্ধ এই র‌্যালীতে অংশ গ্রহন করে।

আসুন সবাই মিলে নির্যাতন মুক্ত, বাল্য বিবাহ মুক্ত, যৌতুক মুক্ত সমাজ গড়ি স্লোগানে অনুষ্ঠিত র‌্যালীটি ধর্মা গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ধর্মা সম্প্রতি সেন্টারে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাক জিকিউএএল কর্মসূচীর কোচাশহর শাখা ব্যবস্থাপক আসমাউল হুসমা, কর্মসূচীর ফিল্ড অর্গানাইজার তরুন কুমার রায়, লতিফুর ইসলাম, সংগঠনের সদস্য দিপু, তসকিন, নুরুল হুদা, শরিফুল, নাকিনা, সিদ্ধার্থ, লিমন, সিহাব, শেফালী প্রমূখ।

উল্লেখ্য, ব্র্যাকের জিকিউএএল কর্মসূচী দ্বারা প্রভাবিত হয়ে কোচাশহর সমাজ উন্নয়ন সংগঠন স্বপ্রনোদিত ভাবে এই র‌্যালীর আয়োজন করে।
(এসডি/পিবি/ফেব্রুয়ারি ২৫,২০১৫)