যশোরে গণপিটুনিতে এক সন্ত্রাসী নিহত
যশোর প্রতিনিধি : যশোরে গণপিটুনিতে ডলার নামে এক চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছে। সে শহরের আশ্রম রোডের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১টার দিকে রেলস্টেশনে ছিনতায়ের চেষ্টা কালে এলাকার শান্তি কমিটির হাতে ধরা পড়ে ডলার। এরপর এলকার বিক্ষুব্ধ লোকজন তাকে গণপিটুনি দেয়। রাত ২টার দিকে পুলিশ খবর পেয়ে তাকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
কোতয়ালী থানার ওসি তদন্ত গনি মিয়া জানান, নিহত ডলার কোতয়ালী পুলিশের তালিকা ভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতি মামলা রয়েছে। গত এক সপ্তাহ আগে এই ডলারের নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা থানার সামনের মদিনা বেকারির মালিক আশ্রম রোডের মিজানুর রহমানের বাড়িতে হানা দিয়ে ১৬ ভরি র্স্বাণালংকার নগদ ৫ লাখ টাকাসহ মুল্যবান মালামাল লুট করে। নিরাপত্তার কারনে মিজানুর রহমান থানায় মামলা করতে পারেনি।
পুলিশ জানায় ডলার মুলত ভাড়াটিয়া হিসাবে জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ডে অংশ নিতো। তার মৃত্যুর খবরে এলাকার মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছেন।
(জেকে/পিবি/ফেব্রুয়ারি ২৫,২০১৫)