নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে  নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ও চকিলাম সীমান্তে ২৭২ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে বিজিবি। বিজিবি ১৪ ব্যাটালিয়নের আগ্রাদ্বিগুন বিওপির হাবিলদার আবু আহমদের নেতৃত্বে বিজিবি সদস্যরা রামচন্দ্রপুর মাঠে সীমান্ত পিলার ২৫৭ এর ১০ আর নিকটে বস্তা ভর্তি ২৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। আটককৃত ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ২ হাজার ২০ টাকা।

অপরদিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে চকিলাম বিজিবি ক্যাম্পের নায়েক আলকাস এর নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে খয়েরবাড়ী মাঠ থেকে ১৭ বোতল ফেনসিডিল আটক করে। উভয় অভিযানে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় বলে সূত্র জানায়।
বিশ্বজিৎ মনি।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০১৫)