নওগাঁ প্রতিনিধি : বুধবার দিনগত রাতে নওগাঁ-বগুড়া সড়কের ঢাকা রোড সাহাপুরে চলন্ত ট্রাকে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ওই ট্রাকের হেলপার দুদু (২৬) ককটেলের আগুনে ঝলসে দগ্ধ হয়। পুলিশ তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়। বুধবার দিনগত রাত সাড়ে দশটার দিকে এই নাশকতার ঘটনা ঘটে। এই নাশকতা কাজে লিপ্ত থাকার অভিযোগে পুলিশ বিএনপির ক্যাডার আবুল, নেজারুল ও দিদারকে গ্রেফতার করেছে। এবিষয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, নওগাঁ থেকে ঢাকাগামী ট্রাক (নং- চট্র-মেট্রো-ট- ১১-০৩১০) শহরের ঢাকা রোডের সাহাপুর সোহাগ পেট্রোল পাম্পের সামনে গেলে চলন্ত ওই ট্রাকে দুস্কৃতকারিরা ককটেল নিক্ষেপ করে। প্রর্ত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রাস্তার পাশে পার্কিং করার সময় দুস্কৃতকারিরা ওই ট্রাককে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে খুঁটিটি ভেঙ্গে যায়। এছাড়া শহরের ট্রাক টার্মিনাল, মুক্তির মোড়, দয়ালের মোড় ও ব্রীজ এলাকায় কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুরের ঘটনা ঘটেছে।
(বিএম/পিবি/ফেব্রুয়ারি ২৬,২০১৫)