আন্তর্জাতিক ডেস্ক : ইতালির রোমে অভিবাসন পদ্ধতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে নর্দান লিগের সমর্থকরা। হাজারো বিক্ষোভকারী গত শনিবার রোমের রাজপথে নেমে আসে। খবর বিবিসির।

নর্দান লিগের প্রধান মাত্তেও সালভিনি দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির বিরুদ্ধে দেশের জনগণের পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বার্থরক্ষার অভিযোগ তুলেছেন।

তিনি রোমানিয়ান ট্রাকচালক, কর, ব্যাংক ও বড় আকারের ব্যবসায়ের ক্ষেত্রে সরকারের রেকর্ড পরিমাণ চুক্তিরও সমালোচনা করেন।

সালভিনি বলেন, রেনজি ইইউ’র ক্রীড়ানক হিসেবে ব্যবহৃত হচ্ছেন। কিছু নামহীন লোক ব্রাসেলসে (বেলজিয়াম ও ইইউ’র রাজধানী) বসে ইতালীয়দের নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।

এ সময় তিনি ক্ষমতায় এলে ইতালির অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবেন বলেও বক্তব্য রাখেন।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ঘনিষ্ট মিত্র সালভিনির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে বলে বেশ কয়েকটি জরিপে দেখা গেছে।

এদিকে একই দিন রোমে সালভিনির নেতৃত্বাধীন বিক্ষোভের বিরুদ্ধের বৃহৎ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

(ওএস/পিবি/মার্চ ০১,২০১৫)