নওগাঁ প্রতিনিধি : রবিবার দুপুরে নওগাঁয় বিএনপি-জামায়াত জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে ২০ দলীয় জোটের গনমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ব্রীজের মোড়ে গিয়ে শেষ হয়।

 

সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিকী নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা জালাল আহমেদ বকুল, পৌর মেয়র নাজমুল হক সনি, জাহিদুল ইসলাম ধলু, রায়হান আকতার রনি, এ্যাডভোকেট রফিকুল আলম, মাষ্টার হাফিজুর রহমান, মামুনুর রহমান রিপন, নাসির উদ্দীন আহম্মেদ, মিজানুর রহমান মিজান প্রমুখ। এদিকে বেলা ১১টার দিকে পার-নওগাঁ এলাকা থেকে একদল পিকেটার ব্রীজ মোড় এলাকাসহ শহরের হোটের, রেস্তঁরা ও মিষ্টির দোকান খুললে ভাংচুরের হুমকি দিয়ে যায়। এসব দোকান হরতালের আওতামুক্ত হলেও পিকেটারদের এহেন আচরণ ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।
(বিএম/পিবি/মার্চ ০১,২০১৫)