আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও সাবেক উপ-প্রধানমন্ত্রী বোরিস মেনতসভকে সম্মান জানাতে রাজধানী মস্কোতে শোভাযাত্রা করতে যাচ্ছে হাজার হাজার মানুষ। গত শুক্রবার গ্রেট মস্কভোরেটস্কি ব্রিজের ওপর দিয়ে হাঁটার সময় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন বোরিস।

রবিবার বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, রবিবারে শোভাযাত্রায় বোরিসের নেতৃত্ব দেয়ার কথা ছিল। কিন্তু আতাতায়ীর গুলিতে নিহত হওয়ায় নেতৃত্ব দেয়া হল না তার। উল্টো বোরিসের সমর্থকেরা তার মৃত্যুতে শোক শোভাযাত্রা করতে যাচ্ছে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বোরিসের মৃত্যুতে নিন্দা জানিয়েছেন। একইসাথে খুনীদের শনাক্ত করার জোর প্রত্যয় ব্যক্ত করেছেন।

বোরিসের দল এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যা বলে অভিহিত করেছে। একইসাথে পুতিন ও ইউক্রেন সহিংসতাকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছে সংগঠনটি।

স্থানীয় সময় রবিবার বেলা ২টায় বোরিসের স্মরণে মস্কোতে শোভাযাত্রা করার কথা রয়েছে সমর্থকদের। মস্কো শহর কর্তৃপক্ষ এই শোভাযাত্রাকে সমর্থন দিয়েছে।

প্রসঙ্গত, শনিবার রাতে বোরিস সমর্থকেরা গ্রেট মস্কভোরেটস্কি ব্রিজে তার মৃত্যুর স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

(ওএস/এটিআর/মার্চ ০১, ২০১৫)