আন্তর্জাতিক ডেস্ক : গুপ্তচরবৃত্তির অভিযোগে এক পাইলটসহ কয়েকজন মার্কিন নাগরিককে আটক করেছে ভেনেজুয়েলা। শনিবার তাদের আটক করা হয় বলে জানান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভবিষ্যতে ভেনেজুয়েলায় আসতে মার্কিন নাগরিকদের ভিসা লাগবে বলে জানান তিনি।

রবিবার এনবিসি নিউজ এ খবর নিশ্চিত করেছে।

এক সমাবেশে বক্তব্যকালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেন, ভবিষ্যতে তার সরকার কিছুসংখ্যক মার্কিন নাগরিককে দেশটিতে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

চোরাগোপ্তা কার্যক্রম, গুপ্তচরবৃত্তির কারণে কয়েকজন মার্কিন নাগরিকদকে বন্দি করে রাখা হয়েছে। যাদের মধ্যে এক মার্কিন পাইলটও রয়েছেন বলে জানান মাদুরো। মাদুরো জানান, দেশটির টাচিরা শহর থেকে গুপ্তচরবৃত্তির সমস্ত প্রমাণাদিসহ ওই পাইলটকে আটক করা হয়।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র জানান, ভেনেজুয়েলা সরকারের সাথে কোনো প্রকার অফিশিয়াল কূটনৈতিক যোগাযোগ না হওয়ায় তিনি ওই গুপ্তচরবৃত্তির বিষয়ে কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, গুপ্তচরবৃত্তির কারণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, ডিক চেনি, সিআইএ’র সাবেক প্রধান জর্জ টেনেন্টসহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে ভেনেজুয়েলায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে মাদুরো সরকার।

(ওএস/এটিআর/মার্চ ০১, ২০১৫)