আন্তর্জাতিক ডেস্ক : ইবোলা সংক্রমনে এক দেহরক্ষীর মৃত্যু হওয়ায় নিজেকে গৃহবন্দি করে রেখেছেন সিয়েরা লিওনের উপ-রাষ্ট্রপতি স্যামুয়েল স্যাম-সুমানা। ইবোলা আক্রান্তের কোনো লক্ষণ পাওয়া না গেলেও সর্তকতার অংশ হিসেবে নিজেকে একঘরে রেখেছেন সুমানা।

বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, শনিবার সুমানা জানান, ইবোলায় দেহরক্ষীর মৃত্যু হওয়ায় সর্তকতা হিসেবে আগামী ২১ দিন তিনি জনসাধারণ থেকে দূরে থাকবেন। এ সময় নিজের বাড়িতে বসেই দাফতরিক কাজ করবেন সুমানা।

সুমানা জানান, গত সপ্তাহে জন করোমা নামে তার এক দেহরক্ষী ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। তবুও সাবধানতার অংশ হিসেবে তিনি নিজেকে জনসাধারণের সঙ্গ থেকে দূরে রাখার সিন্ধান্ত নিয়েছেন। তিনিই প্রথম কর্মকর্তা যিনি ইবোলার কারণে নিজেকে জণসাধারণ থেকে দূরে রাখার সিন্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে ঘানায় ইবোলার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমনে ১০ হাজারের মতো লোক প্রাণ হারিয়েছে। যার মধ্যে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গায়েনায় সবচেয়ে বেশি লোক নিহত হয়েছে।

(ওএস/এটিআর/মার্চ ০১, ২০১৫)