বিনোদন ডেস্ক : জি বাংলার ২০১৪ সালের 'সারেগামাপা-গানে গানে তোমার মনে' সঙ্গীত প্রতিযোগিতার কথা নিশ্চয় শ্রোতা-দর্শকের মনে আছে। এ অনুষ্ঠানের চ্যাম্পিয়নের তালিকায় ছিলেন অন্বেষা দত্ত, রানার আপ রিক বসু, তৃতীয় হন আরফিন রানা। তারা সকলেই বর্তমানে ঢাকায়।

নন্দন পার্কে হাজার হাজার দর্শককে ছন্দের তালে মাতাতে ৪ মার্চ ঢাকায় এসেছেন এ দলটি। সঙ্গে আরো আছে ২০০৬ সালের চ্যাম্পিয়‍ন অলিভা চক্রবর্তী।

অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর গুলশানে অবস্থিত ওরিয়েন্টাল হোটেলে তাদেরকে নিয়ে এক সংবাদ সন্মেলনেরও আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড আর্ক এর ভোকাল হাসানও উপস্থিত ছিলেন। আগামী ৬ মার্চ বিকেল থেকেই শুরু হবে ‘সিমসিম বিস্কুট সারেগামাপা ধামাক্কা লাইভ পাওয়ার্ড বাই ডেকো মিল্ক রিচ বিস্কুট’ শীর্ষক কনসার্ট।

ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সাস এবং নন্দন পার্ক যৌথভাবে কনসার্টের আয়োজন করেছে। শুধুমাত্র নন্দন পার্কের দর্শনার্থীরা ৬ মার্চ বিকেলে এ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

নন্দন পার্কের হেড অব মার্কেটিং জুবায়েদ আল হাফিজ বলেন, ‘জি বাংলা সারেগামাপা’র শিল্পীরা প্রথমবারের মতো বাংলাদেশে লাইভ কনসার্টে অংশগ্রহণ করছেন। এরই মধ্যে দর্শকদের মধ্যে যে তারকা এই শিল্পীদের নিয়ে যে উচ্ছাস দেখা যাচ্ছে, এজন্য নন্দন কর্তৃপক্ষ সবার প্রতি কৃতজ্ঞ।’

(ওএস/এএস/মার্চ ০৫, ২০১৫)