বাগেরহাট প্রতিনিধি : দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বাগেরহাট শহরতলীতে উপমাহাদেশের অন্যতম সাধক হযরত খানজাহান (রাঃ) মাজারে প্রবেশের প্রধান ফটকের নির্মান কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের মাজার মোড়ে প্রবেশ পথের গেট নির্মান কাজের উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু । ১২০ ফুট দৈর্ঘ, ২৪ ফুট প্রস্থ ও ৪৫ ফুট উচ্চতা সম্পন্ন অত্যাধুনিক নকশার এই গেট নির্মানে ব্যায় হবে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের বিশেষ বরাদ্দে বাগেরহাট পৌরসভা এ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। ২০১৩ সালের ১৬ মার্চ এই গেট নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বঙ্গবন্ধুর ভাতিজা ও বাগেরহাট -১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন।
আওয়ামীলীগ সরকারের আমলেই এমপি শেখ হেলাল উদ্দিনের আগ্রহে মহান এ সাধকের স্মৃতির প্রতি সম্মান জানানোর জন্য মাজারের প্রবেশ মুখে একটি গেট নির্মানের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় একাজের বাস্তবায়নে এগিয়ে আসেন বাগেরহাট পৌরসভা।
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে কাজ শুরুর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান, ষাটগুম্বজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, মনিরুজ্জামান মনি, খানজাহান (র:) মাজারের প্রধান খাদেম ফকির শের আলী, সমাজসেবক সাইফউদ্দিন, সরদার শুকুর আহম্মেদ প্রমুখ। আগামী অর্থ বছরের মধ্যে এই নির্মান কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

(একে/পিবি/মার্চ ০৫,২০১৫)