নিজন্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুরের সামার ড্রেস লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ইটিপি স্থাপন ব্যতিত ওয়াশিং কারখানা পরিচালনা করার অপরাধে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর বৃহস্পতিবার ওই জরিমানা করেন। 

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দূষণ বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক দল সম্পতি ওই কারখানায় অভিযান চালায়। পরিদর্শক দলের তদন্ত ধরা পড়ে কারখানাটি ইটিপি স্থাপন ছাড়াই দীর্ঘদিন ধরে কারখানা পরিচালনা করে আসছে। পরে কারখানার কর্মকর্তাদের বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের ঢাকার সদর দপ্তরে তলব করে শুনানী শেষে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ওই জরিমানা করা হয়।

শুনানীতে অংশ নিয়ে কারখানার কর্মকার্তাগন অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

(এসএএস/এএস/মার্চ ০৫, ২০১৫)