গাজীপুর  প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন আওয়ামী লীগ নেতা ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে রবিবার দুপুরে নগর ভবনের মেয়রের কক্ষে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বাসে পেট্রোল বোমা হামলার মামলায় গ্রেপ্তার হয়ে গত ১১ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন মেয়র বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান।

দায়িত্ব গ্রহণের সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ, সচিব আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কাউন্সিলরবৃন্দ ও আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত মেয়রকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে।

জানা গেছে, মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়রের দ্বায়িত্ব পালনের নিয়ম রয়েছে। কিন্তু প্যানেল মেয়র নির্বাচন নিয়ে আদালতে মামলা থাকায় কেউ দায়িত্ব পালন করতে পারছিলনা। উচ্চ আদালত গত সপ্তাহে কাউন্সিলর আসাদুর রহমান কিরণকে ১নম্বর প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালনের স্থগিতাদেশ প্রত্যাহার করে আদেশ প্রদান করেন।

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুর রহমান কাজল জানান, উচ্চ আদালতের নির্দেশে স্থানীয় সরকার বিভাগ প্যানেল মেয়র-১ আসাদুর রহমান কিরণকে সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দিয়ে গত ৫ মার্চ আদেশ জারি করে।

(এসএএস/পিবি/মার্চ ০৮,২০১৫)