বিনোদন ডেস্ক : ২৬ মার্চ আবারো মুক্তি পাচ্ছে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা নিপুণের ছবি  `৭১-এর মা জননী`। এই ছবিতে নিপুণ একজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। নিজের স্বামী-সন্তান, এমনকি নিজের সম্ভ্রম হারিয়েও পাক হানাদারদের সঙ্গে লড়াই করেন তিনি।

এখন প্রশ্ন আসতে পারে একই ছবি আবার কেন মুক্তি পাবে? পাবে মানে? রীতিমতো পাচ্ছে। শাহ আলম কিরণ পরিচালিত `৭১ এর মা জননী` স্বাধীনতা দিবসের গল্প নির্ভর হওয়ায় তাই আবার মুক্তি দিচ্ছেন পরিচালক। এর আগে ছবিটি গত বছরের ২৬ ডিসেম্বর মুক্তি পেয়েছিল।

নির্মাতা শাহ আলম কিরণ বলেন, ‘৭১ এর মা জননী সিনেমাটি ২৬ মার্চকে কেন্দ্র করে নির্মিত। সরকারি অনুদানের হওয়ায় গত বছরে মুক্তি দিতে হয়েছিল।’

এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আগুন ও নিপুণ। এ ছাড়া অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, ম. ম. মোর্শেদ, গুলশান আরা, মিশু, রাকিব, আবদুল হালিম আজিজ, স্মরণ, মুরশেদ আলম, সারোয়ার আলম সৈকত, লিখন, মাহবুব, এলিনা পারভেজ, রিমা, ঈশিতা পায়েল, সোমা ফেরদৌস, মিমা জামান তিথি, সোহানসহ কয়েকজন শিশুশিল্পী।

আনিসুল হকের ‘জননী সাহসিনী’ উপন্যাস অবলম্বনে ৭১-এর মা জননী চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান।

(ওএস/এএস/মার্চ ০৯, ২০১৫)