বাগেরহাট প্রতিনিধি  : বাগেরহাটে পুলিশের ওপর আবরোধকারীদের হামলার মামলায় কাজী শহীদুল্লাহ (৫০) নামে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে শহরের খারদ্বার এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। সে বিএনপি পন্থী আইনজীবী  বলে পুলিশ জানায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান জানান, গত বছরের জানুয়ারিতে খুলনা-বাগেরহাটে মহাসড়কের মাজার মোড় এলাকায় পুলিশ ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় দায়ের কার মামলায় সন্দেহভাজন হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার কাজী শহীদুল্লাহকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
(একে/পিবি/মার্চ ০৯,২০১৫)