যশোর প্রতিনিধি: ভারতে পাচারকালে ৯ হাজার লিটার ডিজেলসহ দুইজনকে আটক করেছে যশোর কোতয়ালি পুলিশ। এঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশ থানায় মামলা করেছে।

আটককৃতরা হলো, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামের মোরশেদ আলম সরদারের ছেলে তুহিন ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সুমিন পাড়া গ্রামের আজগর আলীর ছেলে আল আমীন।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তৌহিদুর রহমান জানান মঙ্গলবার সন্ধ্যায় উপশহরের আবাসিক হোটেল আল আমীনের সামনে দিয়ে সংঘবদ্ধ চোরাচালানের একটি দল বাংলাদেশ থেকে জালানী তেল ডিজেল নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় সেখানে অভিযান চালিয়ে একটি ট্যাংকলরীসহ চোরাকারবারী দলের দুই সদস্যকে আটক করা হয়। একই সাথে ৯ হাজার লিটার জালানী তেল ডিজেল ও একটি ট্যাংক লরী জব্দ করা হয়। তবে জব্দ তালিকা তৈরী করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত তেলের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বলে নির্ধারণ করেছে পুলিশ।
(জেডকে/পিবি/মার্চ ১১,২০১৫)