গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বুধবার জাইকার অর্থায়নে উপজেলা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিল কাইলা বালুয়া খাল উপ-প্রকল্পের অধিনে বিল কাইলা-চৌকা ও রোয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এসরকার বাংলাদেশকে যখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার কাজ করছে। তখন জঙ্গিনেত্রী ধ্বংসলীলায় মেতে উঠেছে। দেশের কোথাও হরতার-অবরোধ নেই।
ক্ষুদ্রাকার পানি ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে কমিটির সভাপতি অধ্যাপক মো. মতিউর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক একেএম ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন, মুহাম্মদ আনিছুর রহমান, মো. আতিয়ার রহমান, মোঃ আব্দুর রহমান, মো. আলী আকবর, মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, এমপি’র ব্যক্তিগত সহকারি সাহাবুল আলম প্রমুখ। প্রকৌশল বিভাগ জানায়, জাইকার অর্থায়নে ১৪টি গ্রুপে ৫৫লক্ষ ১৫হাজার ৩৬৪টাকায় ১৪.২২৫কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। কৃষি বিভাগ জানায়, এ খাল খননের ফলে প্রায় ১০হাজার হেক্টর জমি বর্ষা মৌসুমে ফলন রক্ষা পাবে।
(এসআইএম/পিবি/মার্চ ১১,২০১৫)