স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ২০১৩ সালে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম স্থান অধিকারী জগন্নাথ হলের সাত শিক্ষার্থীকে স্বর্ণপদক দেবে জগন্নাত হল প্রশাসন।

বৃহস্পতিবার উপাসনালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে স্বর্ণপদক তুলে দেয়া হবে।

বুধবার বিকালে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জগন্নাথ হল স্বর্ণপদক প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক সুব্রত কুমার সাহা।

পদক প্রদান কমিটির সভাপতি অধ্যাপক অসীম সরকার ও কমিটির সদস্য ড. সুধাংশু শেখর রায় প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

যারা স্বর্ণপদক পাচ্ছেন বাংলা বিভাগে স্নাতকোত্তর পর্বে প্রথম স্থান অধিকারী উন্মেষ রায়, অর্থনীতিতে নির্মান সাহা, ওষুধ প্রযুক্তি বিভাগের তীর্থ নন্দী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দিপংকর দাস ও অমিত কুমার দে (যৌথভাবে প্রথম)। ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের স্নাতক পর্বের সৈকত চন্দ্র দে, অনুজীব বিজ্ঞান বিভাগের রাম প্রসাদ চক্রবর্ত্তী।

স্বর্ণপদক প্রদান কমিটির সভাপতি ও জগন্নাথ হল প্রাধ্যক্ষ অসীম সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এই পদক দেয়া হচ্ছে। পড়াশুনায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে এই উদ্যোগ।
(ওএস/পিবি/মার্চ ১২,২০১৫)