সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের সনি আবাসিক হোটেল থেকে ৩ শিবির কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলোঃ সিরাজগঞ্জ সদর উপজেলার রতনগঞ্জ গ্রামের দুলালের ছেলে ওবায়দুল হক, আযম আলীর ছেলে রফিকুল ইসলাম কালা, এবং পৌর এলাকার শহিদগঞ্জ আবদুল্লাহ শেখের ছেলে রোমান আহম্মেদ।

আটকের সময় তারা পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে ২ শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। তাদের সিরাজগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার অফিসার আন-চার্জ হাবিবুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে বেলা ৩টার সময় তারা হোটেলটিতে অভিযান চালায়। অভিযানের খবরটি টের পেয়ে শিবির কর্মীরা পালানোর চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ২ জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শিবির কর্মীদের আটকের সময় বেশ কয়েকটি ককটেলও উদ্ধার করা হয় বলে সদর থানার অফিসার ইন-চার্জ হাবিবুল ইসলাম জানান ।

(এসএস/এসসি/মার্চ১৪,২০১৫)