রাজশাহী প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) তৎকালীন সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাই ও কিলার মোস্তাকের ঘনিষ্ঠ সহযোগী আজাহার আলীকে (৫০) আটক করা হয়েছে।

রোববার নগরীর হড়গ্রাম এলাকা থেকে র‌্যাব-৫ এর সদস্যরা তাকে আটক করে।

তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামে।

র‌্যাবের জঙ্গি দমন সেলের কর্মকর্তা সিনিয়র এএসপি ড. মির্জা গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের মাধ্যমে জঙ্গি দমন সেলের অপারেশন দল জানতে পারে, জেএমবি’র সদস্য একাধিক মামলার পলাতক আসামি আজাহার আলী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম এলাকায় অবস্থান করছেন।

পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, আজাহার আলী একাধিক মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি। তিনি বাংলা ভাই, কিলার মোস্তাক, মামুন মহুরী ও মাহতাব খামারুর সহযোগী ছিলেন।

এ ছাড়া ২০০৪ সালে বাগমারায় বাংলা ভাইয়ের উত্থানের পর তার সহযোগী হিসেবে বিভিন্ন সময় চাঁদাবাজি ও সাধারণ মানুষকে ধরে নিয়ে এসে নির্যাতন করতেন তিনি। সম্প্রতি তিনি বাগমারা এলাকায় নিষিদ্ধ সংগঠন জেএমবি’র পলাতক সদস্যদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলেন।

(ওএস/এস/মে ১১, ২০১৪)