বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় মকবুল হোসেন (৪০) নামে এক ভটভটি চালকের মৃত্যু হয়েছে। সে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের শিবপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় আরও ৩ জন ধান ব্যবসায়ী আহত হন। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুরের কৃষ্ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল জানান, শেরপুর শহরে ধান বিক্রি শেষে ওই ভটভটি যোগে ধান ব্যবসায়ীরা ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে মির্জাপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটির চালক মকবুল মারা যান। আর আহত হন ভটভটিতে থাকা উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের মোতাহার আলীর ছেলে রনজু সরকার (১৮), একইগ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (২২) ও জয়নাল আবেদীনের ছেলে গোলাম রসূল (৩০), ছোনকার সাতারা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে জসমত আলী (৫৫)। তারা সকলেই ধান ব্যবসায়ি। আহতদের মধ্যে জসমত আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

(এএসবি/এএস/মার্চ ১৬, ২০১৫)