দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের সীমান্তে কষ্টি পাথরের মূর্তি বিক্রির সময় বিজিবি’র অভিযানে ক্রেতা-বিক্রেতারা পালিয়ে যায়। উদ্ধার করা হয়েছে পৌনে ১৩ লাখ টাকা মূল্যের সাড়ে ২৫ কেজির মূর্তি।

দিনাজপুর ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জামাল হোসেন জানান, সোমবার ভোরে বিরল উপজেলার সীমান্তবর্তী পাইকপাড়ায় চোরাচালানীরা একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি বিক্রি করার জন্য জড়ো হন। বিষয়টি বিজিবি’র টহলদল সংবাদ পেয়ে সুবেদার এনায়েত আলীর নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হলে চোরাচালানীরা সাড়ে ২৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিটি ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য পৌনে ১৩ লাখ টাকা।

এই ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে বিরল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

(এটি/এএস/মার্চ ১৬, ২০১৫)