ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা দাখিল পরিক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই জনকে জেলহাজতে প্রেরন করেছে আদালত।

এরা হলেন উত্তর তালগাছিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মো. আলআমিন ও একই গ্রামের ফজলুল হকের পুত্র আরিফুর রহমান।

রবিবার বিকেলে দুজনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরন করে।

জানাগেছে, মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে আলআমিন নামে এক শিক্ষার্থীর বদলে আরিফুর রহমান নামে এক শিক্ষাথী অর্থের বিনিময়ে প্রক্সি দেয়। এসময় এক শিক্ষক সত্যতা পেলে কাঠালিয়া সদর মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে শনিবার দুপুরে এই দু’জনকে আটক করে।

এ ব্যাপারে শনিবার রাতে পুলিশ বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে কাঠালিয়া থানায় মামলা করে।

(এএম/এসসি/মার্চ১৭,২০১৫)