গাজীপুর প্রতিনিধি:পরিবেশ দূষণের দায়ে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকার নরবান কমটেক্সকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর সোমবার ওই জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, সম্প্রতি ওই কারখানায় অভিযান চালিয়ে পরিবেশগত ছাড়পত্র নবায়ন গ্রহণ এবং ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে জলাশয়ে ফেলে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতির প্রমান পাওয়া যায়। সোমবার কারখানার কর্মকর্তাদের পরিবেশ অধিদপ্তরে তলব করে শুনানী শেষে ওই জরিমানা করা হয়।


(এসএএস/এসসি/মার্চ১৭,২০১৫)