বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি : সোমবার রাতে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে একটি যাত্রীবাহী বাসে র্দূবৃত্তরা  পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগ পুড়িয়ে দিয়েছে। এসময় বাসের ভিতর থাকা দুই হেলপার বের হওয়ার সময় অগ্নিদ্বগ্ধ হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত এগারটার দিকে বড়লেখা পৌর শহরের তেলিগুল এলাকায় পার্কিং অবস্থায় র্দুবৃত্তরা পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এসময় বাসের ভিতর থাকা দুই হেলপার আবুল হোসেন(২৫) ও মাছুম আহমদ(২৭) বের হওয়ার সময় তাদের শরীরের কিছু অংশ আগুনে পুড়ে যায় । স্থানীয় লোকজন আহত দুই হেলপারকে উদ্ধার করে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে বড়লেখা দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগে বাসটি পুড়ে ভূষ্মিভুত হয়ে যায়। পুড়ে যাওয়া বাসটি বড়লেখা-সিলেট সড়কে যাত্রী পরিবহন করে এবং বাসটি সিলেট কদমতলী ষ্ট্যান্ডের বলে জানা গেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হরতাল-অবরোধকারীরা এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(এলএস/পিবি/মার্চ ১৭,২০১৫)