কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে আজ মঙ্গলবার নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে পুরাতন ষ্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র‌্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস.এম আলমের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলারা বেগম আছমা, জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো. আসাদউল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক প্রমুখ। পরে দুপুরে হাসপাতাল, জেলাখানা, এতিমখানা, সরকারি শিশু পরিবার (বালক-বালিকা) প্রতিষ্ঠানগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

(পিকেএস/পিবি/মার্চ ১৭,২০১৫)