আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের কলকাতায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী। মঙ্গলবার সকালে বাংলাদেশের উপ-দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা কলকাতার বেকার হোস্টেলে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় বামফ্রন্ট নেতা বিমান বসু বলেন, বঙ্গবন্ধুর প্রতিবাদী কণ্ঠস্বরের জন্য তিনি আজীবন বিশ্ব ইতিহাসের অংশ হয়ে থাকবেন।

এছাড়া, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কলকাতায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে, কলকাতায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা বিমান বসু। অবিলম্বে বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তা ও ছিটমহল সমস্যা সমাধানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা বিমান বসু বলেন, `তিস্তা ও ছিটমহল সমস্যা বাংলাদেশের মানুষের কাছে খুবই স্পর্শকাতর বিষয়, আমি নিজেও তাদের কাছে এটি শুনে ক্ষেপে যাই- কেন এটা হচ্ছে না।`

(ওএস/এএস/মার্চ ১৭, ২০১৫)