চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে রবিবার রাতে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। রাত সাড়ে ৮টার দিকে জেলার শিবগঞ্জ ও নাচোল উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দাই পুখুরিয়া ইউনিয়নের বারিকবাজার-গাজীপুর এলাকার রোজবুল হকের মেয়ে রাজিয়া সুলতানা (১১), ছত্রাজিতপুর ইউনিয়নের ঢোড়বোনা এলাকার আজিজুল হক লাবুর ছেলে বাবু (১৬) এবং নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসী গ্রামের ঝড়ু মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৫৫)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এবং নাচোল থানার ওসি সানাউল হক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়‍া জানায়, শিবগঞ্জ উপজেলার বারিকবাজার-গাজীপুর এলাকায় কালবৈশাখী ঝড়ের সময় আম কুড়াতে যায় রাজিয়া সুলতানা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।

প্রায় একই সময় ছত্রাজিতপুর ইউনিয়নের ঢোড়বোনা এলাকায় বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায়য় বাবু। এসময় পার্শ্ববর্তী রসিকনগর এলাকায় বাবু (২৮) নামে অপর একজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন।

নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসী গ্রামে বজ্রপাতের শিকার হন ফাতেমা বেগম। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

(ওএস/এইচআর/মে ১২, ২০১৪)