ময়ূখ ইসলাম : ব্যস্ত জীবন থেকে সময় বের করে সমাজের উন্নয়নের জন্য নিঃস্বার্থ ভাবে সচেতনতামূলক কাজ করে চলছে মাদকমুক্ত সংগঠন ‘আইডল’। অনেকের মনে আসতে পারে সংগঠন আবার মাদকমুক্ত হয় কিভাবে! সংগঠনটি মাদকমুক্ত, কারণ এর প্রতিটি সদস্যই মাদকমুক্ত।

আইডল নামের এই সংগঠনটি যাত্রা শুরু করে ২০০৬ সালের ৩১শে জুলাই ফরিদপুর জেলায়। ১০ জন তরুণের উদ্যোগে শুরু হয় এর যাত্রা। যাদের লক্ষ্য ছিল যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। এর পাশাপাশি বৃক্ষরোপণ, বিপদে অসহায়দের পাশে দাঁড়ানো ইত্যাদি। তাদের কাজে উৎসাহী হয়ে সংগঠনটির সদস্য সংখ্যাও বাড়তে থাকে। বর্তমানে এর সদস্য সংখ্যা এক’শরও বেশি। প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই সংগঠনটি ফরিদপুর জেলার গণ্ডি পেরিয়ে অন্যান্য জেলাতেও সচেতনতামূলক কাজ শুরু করেছে। আইডল মেনে চলে যে “প্রতিকার এর থেকে প্রতিরোধ উত্তম”। সেই লক্ষেই সংগঠনটি বিগত কয়েক বছর যাবত বিভিন্ন জেলার বিভিন্ন হাই স্কুলের তরুণদের জন্য সচেতনতামূলক অনুষ্ঠান এর আয়োজন করে আসছে। কারণ সাধারণত উচ্চ মাধ্যমিক থেকেই তরুণরা মাদকের দিকে আগ্রহী হয়ে পড়ে। এই সময়েই যদি তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যায় তাহলে তাদের মাদক থেকে দূরে রাখা সম্ভব।

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার চেষ্টায় নিয়মিতই সংগঠনটি বিভিন্ন কাজ করে যাচ্ছে। এ সংগঠনটি তরুণদের নিয়ে বভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আইডল এর সিনিয়র সদস্যরা, স্কুল এর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং এলাকার সম্মানীয় ব্যক্তিগণ শিক্ষাথীদের সাথে মাদক এর কুফল ও ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করেন এবং তাদের মাদক থেকে দূরে থাকার আহবান জানান।

(এমই/পি/মার্চ ১৭, ২০১৫)