স্টাফ রিপোর্টার : রাজধানীর সদরঘাটে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে জুস পান করে মালামাল লুট হয়েছে ঝিলন (২৮) নামে এক আনসার সদস্যের।

বুধবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়া ঝিলন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ল্যান্ড প্রজেক্টে কাজ করেন।

ওই প্রজেক্টের প্লাটুন কমান্ডার (পিসি) মোজাম্মেল জানান, সদরঘাটে গ্রাম থেকে আসা এক আত্মীর সঙ্গে দেখা করতে যায় ঝিলন। সেখান থেকে ফিরে আসার সময় বাসে তিনি জুস পান করেন। এরপর ঝিলনকে অচেতন অবস্থায় মগবাজার রেল ক্রসিং এলাকায় পাওয়া যায়।

তিনি বলেন, ঝিলনের সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে যারা তাকে জুস পান করিয়েছে তারাই সঙ্গে থাকা মোবাইল-মানিব্যাগ নিয়ে গেছে।

বর্তমানে আনসার সদস্য ঝিলন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/পিবি/ মার্চ ১৮, ২০১৫)