চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে অস্ত্র মজুদের ঘটনায় জড়িত শিক্ষক ও মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে নগর পুলিশ কমিশনার মোহা.আবদুল জলিল মণ্ডল বলেছেন, অস্ত্র মজুদের ঘটনায় শিক্ষকরাও জড়িত। কলেজের শ্রেণি কক্ষ ও ছাত্রাবাসে অস্ত্র মজুদ রাখার বিষয়টি তাদের অজানা কিছু নয়।

বুধবার সকাল ৯টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, এ ঘটনায় কলেজের শিক্ষক ও মদদদাতাদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষকদের মদদ না থাকলে শিক্ষার্থীরা এ ধরণের কাজ করতে পারে না। এভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। মূল হোতাদের গ্রেপ্তার না করা পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, নাশকতার জন্য সরকারি দুই কলেজকে অস্ত্রের ক্যান্টনমেন্ট বানিয়েছে শিবির। সেনাবাহিনীর কাছে থাকা রকেট প্লেয়ার, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

এ সময় অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার ও নগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/পিবি/মার্চ ১৮,২০১৫)