নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা ও সাপাহারে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ১শ’ ৫০ পিচ ইয়াবা উদ্ধার করেছে ডিবি ও থানা পলিশ। সেই সঙ্গে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে ইয়াবা বেচাকেনার সময় কলিম উদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক কলিম উদ্দিন রাজশাহীর তানোর উপজেলার আজিজপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে সাপাহার উপজেলার সাপাহার-আগ্রাদ্বিগুন রাস্তার জনৈক আবুবক্করের কীটনাশকের দোকানের সামনে রাস্তা থেকে ১৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আজিম উদ্দীন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আজিম উদ্দীন চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চানশিকারী গ্রামের গান্ধির পুত্র বলে জানা গেছে। সে কয়েকদিন পূর্বে পত্নীতলা উপজেলার ঘোলাদিঘী এলাকায় দিন মজুর হিসেবে গম কাটার জন্য এসেছিল। অধিক অর্থের লোভ দেখিয়ে ওই দিন ওই এলাকার মাদক সম্রাট জেম তাকে ইয়াবা ট্যাবলেট দিয়ে সাপাহারে পাঠিয়েছিল বলে সে পুলিশকে জানিয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।

(বিএম/পিবি/মার্চ ১৮,২০১৫)