নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় রিয়াজ নামের ১ যুবক নিহত হয়েছেন।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতর রিয়াজ স্থানীয় আফিয়া সিএনজি ফিলিং স্টেশনের কর্মী ছিলেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত থানার (ওসি) মাহবুবুর রহমান জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে বাড়িচিনিষ এলাকার রাস্তা পারাপারের সময় ১টি অটোরিকশা ও মোটর সাইকেল রিয়াজকে ধাক্কা দেয়।

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল আটক করা হয়েছে।

(ওএস/এটিআর/মার্চ ১৮, ২০১৫)